আরসিটিভি সংবাদ : রাত বাড়লেই খেলার মাঠে বসছে মদ জুয়ার আসর ৷ সকালে পড়ে থাকছে মদের বোতল। আর এই পরিস্থিতিতে নষ্ট হচ্ছে খেলাধুলোর সুষ্ঠ পরিবেশ ৷
কালিয়াগঞ্জের রানিং বুলেট ক্লাবের মাঠের এই বেহাল অবস্থায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। অবিলম্বে মাঠটিকে খেলার উপযুক্ত করে তুলতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ খেলার মাঠে বসছে মুদ জুয়ার আসর। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ক্রীড়া প্রেমীরা।
আরও পড়ুন – জলপাইগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৩
ঘটনা কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ক্লাবের মাঠ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রানিং বুলেট ক্লাবের মাঠটিতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় গাড়ি, বালি,পাথর প্রভৃতি। ফলে শিকেয় উঠেছে খেলাধুলো৷ এমনকি মাঠ জুড়ে সর্ষে সহ বিভিন্ন ধরণের সামগ্রী শুকোতে দেন অনেকে। পাশাপাশি রাতে মাঠে চলে মাতালদের দৌরাত্ম্য। মদ্যপান করে খালি ভাঙা বোতল মাঠে ফেলে রাখা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন – আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি !
অন্যদিকে বিগত পুর বোর্ড গ্রীট সিটি প্রকল্পের মধ্য দিয়ে মাঠের উন্নয়ন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু নির্বাচনের পর পুরসভায় নতুন বোর্ড তৈরি হলেও তারা কোন কাজ করেনি বলে অভিযোগ করেন রানিং বুলেট ক্লাবের সম্পাদক সুজিত দত্ত। তবে পৌরপতি রাম নিবাস সাহা জানিয়েছেন, মাঠটি খেলার উপযুক্ত করে তুলতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে৷