নিউজ ডেস্ক , ০৮ নভেম্বর : শুধু সময়ের অপেক্ষা। আমেরিকার ইতিহাসে এই প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন কমলা হ্যারিস৷ তিনিই আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। কমলার মা প্রয়াত শ্যামলা গোপালান ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা। পড়াশোনা সূত্রেই মার্কিন মুলুকে পা দিয়েছিলেন তিনি। সেখানে পড়তে গিয়ে প্রেম৷ পরে একজনকে বিয়ে করেন শ্যামলা গোপালান।
তবে সেই সংসার বেশিদিন টিকে নি। এরপর আমেরিকাতেই স্থায়ী বাসিন্দা হিসেবে থেকে যান তিনি। তবে আমৃত্যু পর্যন্ত ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কমলার মা শ্যামলা। মাঝে মধ্যেই দুই মেয়েকে নিয়ে ছুটে আসতেন দেশের বাড়ি চেন্নাইতে। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তাই মায়ের স্মৃতিতে ডুব দিয়েছেন কমলা হ্যারিস। কমলার জন্ম ১৯৬৪ সালে। ছোটবেলা থেকেই অ্যাফ্রো-আমেরিকান সংস্কৃতিতেই বেড়ে উঠেছেন তিনি। সঙ্গে ভারতীয় সংস্কৃতির মিশেল। যার প্রমাণ পাওয়া যায় কমলার আত্মজীবনী ‘দ্য ট্রুথস উই হোল্ড’ বইয়ের পাতায়। স্কুলের পাঠ শেষ করে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক হন কমলা। ২০০৩ সালে তিনি সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হন। ২০১০ সালে কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন। সেই শুরু, এরপর একের পর এক উত্থান-পতনের মধ্য দিয়ে কমলা আজ আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। তাঁর নাম যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তা বলাই যায়৷ ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কমলাকেই সঙ্গী করেন জো বাইডেন। আর এই চালেই ধরাশায়ী হলেন ট্রাম্প৷ তবে কমলার এই জয়ে উচ্ছ্বসিত তামিলনাড়ুর তাঁর আত্মীয় পরিজনেরাও৷ চলে পরিবারের সদস্যদের মধ্য মিষ্টি মুখ। স্বাভাবিকভাবেই গর্বিত আত্মীয় স্বজনেরা৷