নিউজ ডেস্ক , ০৭ নভেম্বর : আমেরিকায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই তৈরি হচ্ছে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের বিজয় মঞ্চ। ডেলাওয়্যারের উইলমিংটনে তার সমর্থকরা তৈরি করছেন এই সুবিশাল মঞ্চ। এই উইলমিংটন শহর থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন বাইডেন।ফলে সেখানেই তার সমর্থকরা নিচ্ছেন উৎসবের প্রস্তুতি। উইলমিংটনে বাইডেনের বাড়ির কাছে এরই মধ্যে সমর্থকদের উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেছে।
ইতিমধ্যেই এখানে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও উইলমিংটনে পতাকা সজ্জিত মঞ্চ প্রস্তুত হয়ে আছে ভোটের দিন থেকেই। তবে ভোটের ফল বাইডেনকে চূড়ান্ত বিজয়ের অনেক কাছাকাছি পৌঁছে যাওয়ার আভাস দিলেও ট্রাম্প শিবিরের আইনজীবীরা এখনই পরাজয় মেনে না নেওয়ার ইংগিত দিয়েছেন। তারা বলছেন, নির্বাচন প্রক্রিয়া এখনও শেষ হয়ে যায়নি। এদিকে নির্বাচনে কারচুপির যে অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন তার সমালোচনা করেছেন তার নিজের দলেরই ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটার মিট রমনি। তিনি টুইটারে বলেছেন, ‘নির্বাচন ‘দুর্নীতিগ্রস্ত’ বলাটা ঠিক নয়।