কমলা হ্যারিসকে নিয়ে উচ্ছাস তামিলনাড়ুতে

নিউজ ডেস্ক, ০৯ নভেম্বর :   আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই চরম উচ্ছাস উন্মাদনা চলছে তামিলনাড়ুর থুলাসেনথুরাপুরাম গ্রামে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এই গ্রামের সাথেই নাড়ির টান রয়েছে কমলা হ্যারিসের । এবার তিনিই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। 

উল্লেখ্য , কমলার বাবা জ্যামাইকান বংশোদ্ভূত। মা শ্যামলা গোপালন ভারতীয়। শ্যামলার জন্ম তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। পরে পড়াশোনার জন্য তিনি চলে যান আমেরিকায়। ক্যানসার গবেষক এবং সমাজকর্মী হিসেবে সুপরিচিতা শ্যামলা। তাঁর বাবা অর্থাৎ কমলার মাতামহের জন্ম এই থুলাসেনথুরাপুরামে। আর তাতেই কমলার জন্য আনন্দে মেতেছে গ্রামবাসী। তারা বলছে, ‘ আমরা কমলার জন্য গর্বিত। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে থুলাসেনথুরাপুরম গ্রামের দূরত্ব ৩২০ কিলোমিটার।  গ্রামজুড়ে পোস্টার পড়েছে, মিস্টি বিতরণ হচ্ছে, চলছে বাজি পোড়ানো।প্রসঙ্গত, ৫৫ বছর বয়সী কমলা হ্যারিস গত শতকের ৯০–এর দশকে ওকল্যান্ডের অ্যালামেদা কাউন্টি ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিসে কাজ শুরু করেন। তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলও ছিলেন। কোনো অশ্বেতাঙ্গ নারী হিসেবে এ পদে প্রথম তিনিই বসেন।ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হিসেবে তিনিই প্রথম সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হন। তিনিই প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান, যিনি সিনেট সদস্য হন।

Next Post

ফলাফলের প্রভাব পড়ার আশঙ্কা? বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে দিল্লি উড়ে গেলেন দিলীপ-মুকুলরা

Mon Nov 9 , 2020
নিউজ ডেস্ক, ০৯ নভেম্বর :   করোনা আবহের মধ্যে তিন দফায় বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে বিহারে৷ মঙ্গলবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে এখন টানটান উত্তেজনা। কে বসবে মুখ্যমন্ত্রীর কুর্সিতে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পুনরায় তিনবারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নাকি তরুণ তুর্কি লালুপুত্র তেজস্বী কে […]

আপনার পছন্দের সংবাদ