নিউজ ডেস্ক, ০৯ নভেম্বর : আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই চরম উচ্ছাস উন্মাদনা চলছে তামিলনাড়ুর থুলাসেনথুরাপুরাম গ্রামে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এই গ্রামের সাথেই নাড়ির টান রয়েছে কমলা হ্যারিসের । এবার তিনিই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন।
উল্লেখ্য , কমলার বাবা জ্যামাইকান বংশোদ্ভূত। মা শ্যামলা গোপালন ভারতীয়। শ্যামলার জন্ম তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। পরে পড়াশোনার জন্য তিনি চলে যান আমেরিকায়। ক্যানসার গবেষক এবং সমাজকর্মী হিসেবে সুপরিচিতা শ্যামলা। তাঁর বাবা অর্থাৎ কমলার মাতামহের জন্ম এই থুলাসেনথুরাপুরামে। আর তাতেই কমলার জন্য আনন্দে মেতেছে গ্রামবাসী। তারা বলছে, ‘ আমরা কমলার জন্য গর্বিত। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে থুলাসেনথুরাপুরম গ্রামের দূরত্ব ৩২০ কিলোমিটার। গ্রামজুড়ে পোস্টার পড়েছে, মিস্টি বিতরণ হচ্ছে, চলছে বাজি পোড়ানো।প্রসঙ্গত, ৫৫ বছর বয়সী কমলা হ্যারিস গত শতকের ৯০–এর দশকে ওকল্যান্ডের অ্যালামেদা কাউন্টি ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিসে কাজ শুরু করেন। তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলও ছিলেন। কোনো অশ্বেতাঙ্গ নারী হিসেবে এ পদে প্রথম তিনিই বসেন।ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হিসেবে তিনিই প্রথম সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হন। তিনিই প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান, যিনি সিনেট সদস্য হন।