আরসিটিভি সংবাদ : বুধবার সাতসকালে তোলপাড় হয়ে ওঠে শহর রায়গঞ্জ।আচমকা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়ির দখল নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।বাড়িতে প্রবেশ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।আশঙ্কাটা তৈরী হয়েছিল মাস কয়েক আগেই।এমনটা হতে পারে তার আশঙ্কা দিন দুয়েক আগেও জেলা সফরে এসে প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।অভিষেক বন্দোপাধ্যায় জেলা ছেড়ে বেরোনোর ২দিনের মাথায় সেই আশঙ্কাকে সত্যি করে রায়গঞ্জের বিধায়কের বাড়িতে ঢুকলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।বুধবার সকালে সকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিককারিকরা হানা দেন রায়গঞ্জের উদয়পুর সংলগ্ন এলাকায় বিধায়ক কৃষ্ণ কল্যানীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত এক কর্মীর বাড়ি।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই কর্মীকে সঙ্গে নিয়ে এলাকা ছাড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।এবিষয়ে কি জানিয়েছেন ওই কর্মীর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন –পুলিশি অভিযানে ভয়ে শিটিয়ে গ্রামের মানুষ
এদিন সকাল থেকে একযোগে বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়ি ও বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।প্রায় ২০ জন আধিকারিককে নিয়ে গড়া দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে শুরু করে তল্লাশী অভিযান।আয় বর্হিভূত অর্থ ও আয়কর সংক্রান্ত বিষয় নিয়েই তল্লাশী অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়ি ও প্রতিষ্ঠানগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশী অভিযানের খবর চাউর হতেই বিধায়কের বাড়ীর সামনে ভিড় করতে থাকেন দলীয় কর্মী সমর্থকরা।শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়ির চারদিকে মোতায়ন করা হয় কেন্দ্রীয় বাহিনী।ছুটে আাসেন রায়গঞ্জ থানার আইসি।যদিও বাড়ির ভেতরে প্রবেশের অধিকার মেলে নি রাজ্য পুলিশের।বিধায়কের বাড়ির মুল ফটকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে ফিরে যান রায়গঞ্জ থানার আইসি
আরও পড়ুন –রায়গঞ্জে খুশীর ঈদে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আবহ
বিধায়ক কৃষ্ণ কল্যানীকে তার বাড়িতে বসিয়ে এদিন জেরা শুরু করেন তদন্তকারী আধিকারিকরা।বাড়ীর ভেতরে যেমন প্রবেশ করতে দেওয়া হয় নি কাউকে তেমনই বাড়ীর ভেতর থেকে কাউকে বাইরে বের হওয়ার অনুমতি দেন নি তদন্তকারী আাধিকারিকরা।টানা ৫ ঘন্টা তল্লাশী অভিযান চলার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক কৃষ্ণ কল্যানীর আপ্ত সহায়ক।বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণ কল্যানী।পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে।বর্তমানে বিধাননসভায় পিএসি চেয়ারম্যন পদে নিযুক্ত রয়েছেন কৃষ্ণ কল্যানী।ফলে তার বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশী অভিযান ঘিরে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।