নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৩রা মে : একযোগে উত্তর দিনাজপুর ও মালদা জেলায় বুধবার হানা দিল আয়কর দপ্তর।আয় বর্হিভূত অর্থ ও আয়কর ফাঁকি এমন অভিযোগ নিয়েই বুধবার রায়গঞ্জ ও মালদা জেলায় শুরু হয় আয়কর দপ্তরের তল্লাশী অভিযান।সকাল ৮ টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়ি।এরপর একে একে গাড়ি নিয়ে ঢোকেন আয়কর দপ্তরের আধিকারিকরা।
তল্লাশীর সময় বাড়িতেই ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী।আয়কর দপ্তরের আধিকারিকরা বিধায়কের মোবাইল ফোন ও বাড়িতে থাকা কম্পিউটার বাজেয়াপ্ত করে শুরু করেন তল্লাশী।বেলা ১টা নাগাদ বাইরে থেকে আসে আধিকারিদের জন্য দুপুরের খাওয়ার।এরমাঝেই বাড়ির ছাদে এসে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন বিধায়ক কৃষ্ণ কল্যানী।জানান দেন সবকুছ ঠিক হ্যায়।বিধায়কের আয় বর্হিভূত অর্থের উৎস সন্ধানে যখন কৃষ্ণ কল্যানীর বাড়িতে তল্লাশী চালাচ্ছেন আায়কর দপ্তরের আধিকারিকরা ঠিক তখনই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কৃষ্ণর বাড়ি হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন গোটা ঘটনাতে চক্রান্ত রয়েছে বিজেপির।বিজেপির টিকিটে কৃষ্ণ কল্যানী বিধায়ক নির্বাচিত হলেও বর্তমানে তিনও তৃণমূল কংগ্রেসে রয়েছেন।আর একারনেই প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি।যদিও তৃণমূলের এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার।চোরেদের ধরতে এমন অভিযান চলবে বলে জানিয়ে দেন তিনি
বিধায়কের বাড়িতে আয়কর হানা প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত স্পষ্টতই জানিয়ে দেন গোটা তৃণমূল দলটাই আজ চোরেদের দলে পরিনত হয়েছে।তবে আইন আইনের পথে চলবে বলে জানিয়েছেন মেহিতবাবু
কৃষ্ণর বাড়ি হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
রায়গঞ্জে কৃষ্ণের বাড়িতে আয়কর হানা আর তা নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।তবে তল্লাশী অভিযানের পর কি তথ্য উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে।