
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৯ মার্চ : নারী দিবস উপলক্ষ্যে নারীদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। স্বাস্থ্য সুরক্ষার জন্য “কাপড় নয়, ব্যবহার করুন স্যানিটারি ন্যাপকিন, এই বার্তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের ৫০০ টিরও বেশী গ্রামে গিয়ে নারীদের সচেতন করবে এই স্বেচ্ছাসেবী সংগঠন।
গত ৮ই মার্চ মোটর বাইক নিয়ে যাত্রা শুরু করে সংগঠনের সদস্যরা মঙ্গলবার রায়গঞ্জে এসে পৌঁছয়। এদিন রায়গঞ্জের এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় ইউনিক টিমের সদস্যদের। এলাকার মহিলাদের মধ্যে এদিন স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
নারী স্বাস্থ্যের মূল অস্ত্র স্যানিটারি ন্যাপকিন, গ্রাম বাংলার মানুষকে সচেতন করতেই এই যাত্রা বলে জানিয়েছেন সংগঠন সদস্যরা। সচেতন মূলক যাত্রা।
