নিজস্ব সংবাদদাতা , রতুয়া ১৬ সেপ্টেম্বর : স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন অন্ত্বঃসত্তা যুবতী ৷ ঘটনায় চাঞ্চল্য রতুয়া ১ ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েতের সোহরাতলা গ্রামে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসী ফাঁড়ির পুলিশ ৷ জানা গিয়েছে, রতুয়া ২ ব্লকের সম্বলপুর গ্রামের বাসিন্দা ওই যুবতীর
৮ মাস আগে পরিচয় হয় সোহরাতলা গ্রামের বাসিন্দা সাহেব শেখের সঙ্গে। প্রায় পাঁচমাস আগে সাহেব আইন মেনে তাঁকে বিয়ে করেন৷ তার শংসাপত্রও যুবতির কাছে রয়েছে৷ওই যুবতীর অভিযোগ,
চরভিট্টি বলে একটি গ্রামে তাঁদের বিয়ের পর সাহেবের সঙ্গে ভাড়াবাড়িতে ওঠে৷ সেখানে তাঁরা দেড়মাস একসঙ্গে ছিলেন৷ এরপরেই সাহেব তালাক দিতে চাওয়ায় ঝামেলা শুরু হলে ওই ভাড়াবাড়িতে তাঁকে রেখে পালিয়ে যায়৷ তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, তার বাড়ির লোকজন অন্য জায়গায় তার বিয়ে ঠিক করেছে৷ সে অন্তঃস্তত্বা।তাই স্ত্রীর মর্যাদা পেতে সাহেবের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন।
স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকী দিয়েছে ওই যুবতী।খবর পেয়ে সেখানে আসে সামসি ফাড়ির পুলিশ।পুলিশকর্মীরা ওই যুবতিকে বোঝানো চেষ্টা করলেও সে তার দাবীতে অনড়। এদিকে অভিযুক্ত সাহেবের দাদা শেখ সাদ বলেন, তিনদিন ধরে ভাইয়ের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না৷ এই মেয়েটিকেও তাঁরা কখনও দেখেননি৷ তাই তাদের বিয়ের বিষয়ে কিছু জানেন না তারা।এক্ষেত্রে ভাই ফিরে না এলে কোন সিদ্ধান্ত তারা নিতে পারবেন না বলে জানায় শেখ সাদ।