নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৪ অক্টোবর : মহিলা সংঘের কাছ স্কুল ইউনিফর্ম নেওয়ার দাবী তুলে বুধবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক অফিস চত্বরে ধর্ণায় বসলেন সংঘের মহিলারা। অভিযোগ, জেলাশাসকের নির্দেশিকা অমান্য করে সংঘের কাছ থেকে না কিনে বাইরে থেকে পোষাক কিনে স্কুলে বিলি করেছেন হরিশ্চন্দ্রপুর-১ নং চক্রের ৪১টি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য ৪ঠা সেপ্টেম্বর জেলাশাসকের এক নির্দেশিকায় বলা হয় স্কুল কর্তৃপক্ষ চাইলে সংঘের মহিলাদের কাছ থেকে অথবা এর বাইরে যেকোনো সংস্থার কাছ থেকে স্কুলের পোষাক নিতে পারে। এরপর সংঘের মহিলাদের আবেদনে সাড়া দিয়ে ১৮ই সেপ্টেম্বর আবার নতুন করে এক নির্দেশিকা জারি করে বলা হয় স্কুল কর্তৃপক্ষকে সংঘের মহিলাদের কাছ থেকেই পোশাক নিতে হবে। যদিও সংঘের মহিলাদের অভিযোগ বেশীরভাগ স্কুল কর্তৃপক্ষ সেই নির্দেশিকা এড়িয়ে বাইরে থেকে পোষাক কিনেছে। স্কুল কর্তৃপক্ষ প্রথম নির্দেশিকার অজুহাত দিয়ে সংঘের কাছ থেকে স্কুল ড্রেস ক্রয় করছে না।পাশাপাশি পড়ুয়া পিছু বরাদ্দ ৬০০ টাকায় প্রতি ছাত্রছাত্রীকে দু’সেট করে স্কুলইউনিফর্ম দেওয়ার কথা বলা হলেও অনেক স্কুলে একটি করে দিয়েছে বলে অভিযোগ।তাও আবার নিম্নমানের।ফলে বঞ্চিত হচ্ছে তারা। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবী, প্রথম নির্দেশিকা পেয়েই তারা পড়ুয়াদের মধ্যে পোষাক বিলি করে দিয়েছে। ফলে এই সমস্যার নিষ্পত্তির দাবীতে এদিন ব্লক অফিস চত্বরে অবস্থান-বিক্ষোভ করে ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত সংঘের মহিলারা।পরে বিডিওর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেন তারা।যদিও বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, বেশীরভাগ স্কুলই পোষাক কিনে নিয়েছে। তবে কোন স্কুল যদি এখনও পোষাক না কিনে থাকেন তবে তাদের নিয়মানুসারে সংঘের কাছ থেকে কিনতে হবে।