নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৮ অক্টোবর : নিরাপত্তারক্ষীর কাজ হারিয়ে অসহায় অবস্থায় সংস্থার দপ্তরে স্ত্রী ও সন্তানকে নিয়ে ধর্নায় বসলেন রায়গঞ্জের এক ব্যক্তি। জানা গেছে, ওই ব্যক্তির নাম গৌতম বসাক। তার বাড়ি রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায়।
বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দিনভর রায়গঞ্জের বিধাননগর মোড়ে অবস্থিত একটি ফিনান্স কোম্পানির দপ্তরের সামনে ধরনায় বসেন তিনি। তার অভিযোগ, গত ১২ বছর ধরে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন,অথচ আচমকাই নতুন একটি নিয়োগকারী সংস্থা এসে তাকে কাছ থেকে সরিয়ে দেয়। পাশাপাশি, বকেয়া বেতন মেটানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এমতাবস্থায় অসহায় হয়ে তিনি ধর্নায় বসতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে ওই ফিনান্স সংস্থার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ওই ব্যাক্তির দাবি,সমস্যার সমাধান না হলে এই ধর্না চালিয়ে যাবেন তিনি বলে জানিয়েছেন গৌতম বসাক।