কাজ হারিয়ে ধর্ণায় নিরাপত্তা কর্মী

কাজ হারিয়ে ধর্ণায় নিরাপত্তা কর্মী

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৮ অক্টোবর :  নিরাপত্তারক্ষীর কাজ হারিয়ে অসহায় অবস্থায় সংস্থার দপ্তরে স্ত্রী ও সন্তানকে নিয়ে ধর্নায় বসলেন রায়গঞ্জের এক ব্যক্তি। জানা গেছে, ওই ব্যক্তির নাম গৌতম বসাক। তার বাড়ি রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায়।

বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দিনভর রায়গঞ্জের বিধাননগর মোড়ে অবস্থিত একটি ফিনান্স কোম্পানির দপ্তরের সামনে ধরনায় বসেন তিনি। তার অভিযোগ, গত ১২ বছর ধরে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন,অথচ আচমকাই নতুন একটি নিয়োগকারী সংস্থা এসে তাকে কাছ থেকে সরিয়ে দেয়। পাশাপাশি, বকেয়া বেতন মেটানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এমতাবস্থায় অসহায় হয়ে তিনি ধর্নায় বসতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে ওই ফিনান্স সংস্থার পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ওই ব্যাক্তির দাবি,সমস্যার সমাধান না হলে এই ধর্না চালিয়ে যাবেন তিনি বলে জানিয়েছেন গৌতম বসাক।

Next Post

পুজো প্রস্তুতিতে ব্যাস্ত রায়গঞ্জের বিধাননগর ও হেমতাবাদের শিক্ষকপল্লী। জানুন বিস্তারিত

Fri Oct 9 , 2020
নিউজ ডেস্ক,  ০৯ অক্টোবর :  করোনা আবহেই এবারে অনুষ্ঠিত হবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। স্বাভাবিক কারনেই পুজোর চোখ ধাঁধানো আলোকসজ্জা, কিম্বা জাঁকজমক পূর্ণ প্রতিমা, মন্ডপের চেনা ছবিটাই এবারে উধাও। সরকারী বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। রায়গঞ্জের বিধাননগর সার্বজনীন কমিটির পুজো এবারে ৬৭ তম বছরে পা রাখলো। তবে করোনা সংক্রমণের […]

আপনার পছন্দের সংবাদ