মানিকচক, ৮ সেপ্টেম্বর : অপহরণ কাণ্ডে বড়সরো সাফল্য পেলো পুলিশথানার পুলিশ। অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃত ২ অপহরণকারীকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত দুই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ও মাবুদ মোত্তাকিন। তারা মানিকচক থানার বালুটোলা এলাকার বাসিন্দা। গত ৫ ই সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ ছিল তারা। খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি পরিবারের সদস্যরা। সেদিন রাতেই মুক্তিপণ চেয়ে ফোন আসে পরিবারের সদস্যদের কাছে। ঘটনার লিখিত অভিযোগ জানানো হয় মানিকচক থানার পুলিশের কাছে। ঘটনার তদন্তে নামেন মানিকচক থানার এ এস আই ভঞ্জন ঘোষ সহ অন্যান্য পুলিশকর্তারা। এরপর চাঁচলের মালাহার এলাকায় গোপন ডেরায় মুক্তিপণ দিতে গিয়ে অপহরণকারীদের ধরে ফেলেন পুলিশকর্তারা। মানিকচক থানার পুলিশের সাথে এই অভিযানে সামিল হন চাঁচল থানার পুলিশকর্মীরাও। অপহৃত দুই ব্যক্তির সাথে দুই অপহরণকারীকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল সাদ্দাম হোসেন এবং আব্দুল আলি। ধৃতরা চাঁচলের মালাহার এলাকার বাসিন্দা। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই পুলিশের এই সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ স্থানীয়রা। বুধবার ধৃত দুই অপহরণকারীকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ।