মালদা, ০৬ সেপ্টেম্বর : মালদা জেলায় গজিয়ে উঠেছে জাল আধার কার্ড তৈরির চক্র। রবিবার রাতে অভিযান চালিয়ে জাল আধার কার্ড তৈরির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করে মানিকচক থানার পুলিশ। যদিও এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেননি পুলিশকর্মীরা।
জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশকর্মীরা অভিযান চালান মানিকচকের লালবাথানি এলাকায়। সেখান থেকে জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার সহ নানান যন্ত্রাংশ উদ্ধার করার পাশাপাশি একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। যদিও পুলিশি অভিযানের খবর পেয়ে সেখান থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। এই চক্রে জড়িতদের সন্ধানে তল্লাশি শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে থানার এ এস আই এর নেতৃত্বে পুলিশকর্মীরা অভিযান চালায় লালবাথানি এলাকায়। সেখানেই রমরমিয়ে চলছিল জাল আধার কার্ড তৈরীর চক্র। যদিও পুলিশি অভিযানের খবর পেয়ে সেখান থেকে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাল আধার কার্ড তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি গাড়ি সহ বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী। সরকারের অনুমোদন ছাড়াই মানুষের কাছে টাকার বিনিময়ে ওই চক্রটি জাল আধারকার্ড তৈরী করছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ব্যবহার করেই জাল আধার কার্ড তৈরি করা হচ্ছিল। তবে পুলিশি হানার খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই চক্রে জড়িতদের সন্ধানে তল্লাশি শুরু করেছে মানিকচক থানার পুলিশ।