নিউজ ডেস্ক,১৮ইনভেম্বের :পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে সাইকেলে চেপে পাঁচটি দেশ ভ্রমণে বেরোলেন রাজস্থানের যুবক জেরি চৌধুরী । সাইকেল চালাও পরিবেশ রক্ষা করো, গাছ লাগাও, এবং প্লাস্টিক বর্জন করো এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছেন তিনি। বিভিন্ন রাজ্য ঘুরে তার সাইকেল যাত্রা ৩১ দিনের মাথায় বৃহস্পতিবার রাতে ধূপগুড়িতে এসে পৌঁছায়।
রাজস্থানের জুনজুনু জেলার বাসিন্দা জেরী চৌধুরী, গুজরাটের দুয়ারিকাধিস টেম্পল থেকে গত ১৬ ই অক্টোবর ২০২২ থেকে এই যাত্রা শুরু করেন তিনি।সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই তাঁর এই সাইকেল যাত্রা। বিভিন্ন দেশে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে রাত্রী বাস করা এবং সেখানকার সংস্কৃতি মানুষদের ভাষা জানার পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতন করাই তার মূল লক্ষ্য ছিল। গাছ লাগান প্রাণ বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন এই বার্তা নিয়েই জেরি চৌধুরী বলেন ভারত, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই পাঁচটি দেশ পরিক্রমা করতে তাকে ৮০০০ কিঃমিঃ পথ সাইকেলে করে পাড়ি দেবেন বলে জানিয়েছেন তিনি। তিন মাসের মধ্যে এই গোটা পরিক্রমা তিনি সম্পূর্ণ করবেন বলে লক্ষ্য ঠিক করেছে তিনি।বৃহস্পতিবার রাতে ধুপগুড়ি আসার পরে সেখানে অখিল ভারতীয় মারোয়ারী মহিলা সমিতির পক্ষ থেকে জেরীকে সম্মান জানান হয়। ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই মহৎ উদ্দেশ্য নিয়ে সাইকেল যাত্রাকে সম্মান জানিয়েছে মারোয়ারি সম্প্রদায় । মহিলা মন্ডলের পক্ষে মঞ্জু সারদা বলেন জেরি চৌধুরী যে উদ্যোগ নিয়েছে, তা আমাদের কাছে শিক্ষনীয়। সাইকেল নিয়ে তিনি আজ ধূপগুড়িতে পৌঁছেছেন। তাকে আমরা অখিল ভারতীয় মারোয়ারি সমিতির তরফ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছি। তার এই উদ্দেশ্যে সফল হোক এটাই আমরা কামনা করি।