
নিউজ ডেস্ক,১৪ই নভেম্বের :দুয়ারে সরকারে আবেদন করে ২০ বছর পর মিললো বিদ্যুৎ পরিষেবা। খুশির হাওয়া পরিবারে। মাথাভাঙ্গা শহরের ৭ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার ওই পরিবারটি শহরের মধ্যে থেকেই আর্থিক অনটনের জেরে এতদিন বিদ্যুৎ পরিষেবা পাননি। স্থানীয় কাউন্সিলেরর উদ্যোগে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে পেল বাড়িতে বিদ্যুৎ সংযোগ।
মাথাভাঙা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাদিন্দা পিন্টু সাহা ভ্যান রিকশা চালিয়ে কোনওরকমে দিনাতিপাত করেন। শহরের মধ্যে থেকেও আর্থিক অভাবের কারনে বাড়িতে নিতে পারেননি বিদ্যুতের সংযোগ। সাড়া শহর ঝলমলে আলোয় সেজে থাকলেও ভ্যান চালক পিন্টু সাহার ঘরে আজও জ্বলে টিমটিমে লন্ঠন বা কুপি। পিন্টু সাহা বলেন ভ্যান চালিয়ে সংসার চালাই, আর্থিক অনটনের জেরে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করতে পারিনি। এরপর স্থানীয় কাউন্সিলার আমাদেরকে সাথে নিয়ে দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে আবেদন করিয়ে দেন। এরপর বিদ্যুৎ সংযোগ পাই আমি। বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি পরিবারের সদস্যরা।মাথাভাঙ্গা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুভময় সরকার বলেন তিনি পৌরসভা নির্বাচনে জয় লাভ করার পর এলাকা পরিদর্শনে এসে বিষয়টি আমার নজরে আসে। দুয়ারে সরকার ক্যাম্পে এবছর বিদ্যুৎ পরিষেবা যুক্ত হওয়ায় আমি সেই পরিবারের সদস্যদের সাথে কথা বলে দুয়ারে সরকারে আবেদন করাই। দুয়ারে সরকারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা পেল ওই পরিবারটি। মুখ্যমন্ত্রী উন্নয়ন মূলক প্রকল্পের সুবিধা সাধারন মানুষ পাচ্ছে এটাই তার প্রমাণ।
