নিউজ ডেস্ক, ৫ আগস্ট : টোকিও অলিম্পিক থেকে দ্বিতীয় রুপো এলো ভারতে। বৃহস্পতিবার কুস্তির ফাইনালে ৫৭ কেজি বিভাগে রুশ প্রতিপক্ষ জভুর উগুয়েভের কাছে ৭-৪ হেরেই রবিকে রুপোতে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
রবি কুমার দাহিয়া রুপো জেতায় টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক ৫। বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন রাশিয়ান অলিম্পিক সংস্থার জভুর। তিনি শুরুতেই ২-০ লিড নেন। তবে খানিক পরেই রবি সমতা ফেরান। শেষমেশ ফার্স্ট পিরিয়ডে ৪-২ পয়েন্টে পিছিয়ে ছিলেন রবি। সেকেন্ড পিরিয়ডেও প্রথম পয়েন্ট সংগ্রহ করেন জভুর।এর আগে সেমিফাইনালে দুরন্ত লড়াই উপহার দিয়েছিলেন রবি কুমার। কাজাখস্তানের প্রতিযোগীর বিরুদ্ধেও একসময় অনেকটাই পিছিয়ে ছিলেন ভারতীয় কুস্তিগির। সেখান থেকেই দুরন্ত কামব্যাক করে ম্যাচটি Victory by Fall-এ জিতে নেন রবি। এদিনও গোটা ভারত রবির সেই কামব্যাকের আশাই করছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হল না। সুশীল কুমারের মতোই ফাইনালে উঠেও হেরে গেলেন রবি। এবারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থে একেবারে শুরুতেই ভারত্তোলনে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু। তারপর ব্যডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিনা বরগোহাঁই আর আজ সকালেই পুরুষদের হকিতে এসেছে ব্রোঞ্জ পদক। দীর্ঘ ৪১ বছর পরে অলিম্পিক্সের মঞ্চে পদকের খরা কাটিয়েছেন মনদীপ-শ্রীজেশরা। তারপর এবার রবির রুপো।
আরও খবর পড়ুন : ১৬ই আগষ্ট থেকে চালু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প