নিউজ ডেস্ক, ৫ আগস্ট : ৪১ বছর পর শাপমোচন। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত। অলিম্পিকে পুরুষদের হকিতে পদক জয়ের পোডিয়ামে ফের উড়ল ভারতীয় পতাকা।
বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ভারত ১ গোলে পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল শোধ করে দেন মনপ্রীতরা। ভারতের হয়ে গোল করেন সিমরণজিৎ। কিন্তু এর পরই জার্মানি পর পর ২টি গোল করে ব্যবধান বাড়িয়ে দেয়। এর পরই ভারত ফের খেলায় ফিরে আসে। পেনাল্টি কর্নার থেকে পর পর ২ গোল শোধ করে ভারতকে ম্যাচে ফেরান হার্দিক। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ৩-৩। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন রূপিন্দর সিং। এর কিছুক্ষণের মধ্যেই আরও একটি গোল করে ভারতকে ৫-৩ ব্যবধানে এগিয়ে দেন সিমরণজিৎ। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে এসে আরও এক গোল শোধ করে জার্মানি। এদিন শেষ পাঁচ মিনিট জার্মানি তাদের গোলকিপারকে তুলে নিয়ে অতিরিক্ত একজন প্লেয়ার মাঠে নামায়। ফলে শেষ কয়েক মিনিট জার্মান গোলপোস্ট অরক্ষিত ছিল। যদিও ভারত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ভারত ৫-৪ ব্যবধানে ম্যাচ বের করে নেয়।
১৯৮০ সালে অলিম্পিক থেকে শেষবার পদক জিততে সক্ষম হয়েছিল ভারত। সেবার সোনা এসেছিল ঘরে। ১৯৭২ সালের অলিম্পিকে শেষবার ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করে আবেগ ধরে রাখতে পারলেন না ভারতীয় খেলোয়াড়েরা। মাঠেই আনন্দাশ্রু দেখা যায় তাঁদের চোখে। উল্লেখ্য ৪৯ বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে পৌঁছে আগেই ইতিহাস রচনা করেছিল ভারত। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ চারের মোকাবিলা হেরে গেলেও অবশেষে তৃতীয় স্থানে থেকে টোকিও অভিযান শেষ করলেন হরমনপ্রীত সিংরা।
আরও খবর পড়ুন : বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজার সঙ্গে সাক্ষাৎ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের