নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর : টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। প্যারালিম্পিক্সের মঞ্চে রেকর্ড গড়ে ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ ভগত৷ ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল বেথেলকে হারিয়ে প্রথম ভারতীয় হিসাবে সোনার পদক গলায় তুললেন প্রমোদ ভগত।
প্রথম সেটটি জিতে নেন ২১-১৪ ফলে। এরপর দ্বিতীয় সেটেও ছবিটা ছিল একইরকম। ওই সেটটি তিনি জিতে নেন ২১-১৭ ফলে। এই নিয়ে এদিনের দ্বিতীয় সোনার পদকটি এল ভারতের ঝুলিতে।প্রসঙ্গত, এবারই প্রথম প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত হয়েছে। আর প্রথমবারই সোনা জিতে ইতিহাসে নাম লেখালেন প্রমোদ। এদিনই একই ক্যাটাগরিতে (পুরুষ সিঙ্গলসের এস এল থ্রি) ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনোজ সরকার।ইতিমধ্যেই টোকিও প্যারালিম্পিক্সে ১৬টি পদক জয় হয়েছে ভারতের। তার মধ্যে স্বর্ণপদক চারটি। সোনা জয়ের পর প্রমোদকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে তিনি লিখেছেন,’প্রমোদ ভগত সমগ্র দেশের হৃদয় জয় করেছেন। তিনি একজন চ্যাম্পিয়ন, যার সাফল্য লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে। ব্যাডমিন্টনে সোনা জেতার জন্য তাকে অভিনন্দন। তার ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভ কামনা।’ শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও।