নিজস্ব সংবাদদাতা , মালদা, ২৪ ডিসেম্বর : ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই মিনিবাস। দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর আহত হয়েছেন মিনিবাসে থাকা প্রায় ত্রিশ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত মির্জাতপুর কাজী রোড এলাকার পুখুরিয়া-মালদা রাজ্য সড়কে।
দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। পরবর্তীতে পুলিশকর্মীদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় রাজ্য সড়কে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া থানার পরানপুর থেকে একটি যাত্রীবোঝাই মিনিবাস মালদার পিরানাপির দরগায় যাচ্ছিলো। আচমকাই মির্জাপুর কাজী রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি রাস্তার উপরেই উল্টে যায়। তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজ দাস নামে এক ব্যক্তির। পাশাপাশি এ ঘটনায় আহত হয়েছেন মিনিবাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে আড়াইডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরবর্তীতে গুরুতর আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করতে কাজ শুরু করেছে পুলিশ।