আজও প্রয়াত রাষ্ট্রপতির ব্যবহৃত জুতোতে প্রনাম করে কাজ শুরু করেন এই ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ :   ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে দু চোখের পাতা এক করতে পারেননি রায়গঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষাপ্রেমী শ্যামল ব্রম্ভ। আসলে প্রনব বাবু ছিলেন তার পিতৃতুল্য। এতোটাই সম্মানের জায়গায় ছিলেন যে প্রনব বাবুর ব্যবহার করা একজোড়া জুতো নিজের স্কুলের অফিসঘরে কাঁচের বাক্সে সযত্নে রেখে দিয়েছেন শ্যামলবাবু। প্রতিদিন স্কুলে ঢুকে সেই জুতোজোড়াতে প্রনাম করে স্কুলের কাজ শুরু করেন তিনি। আবার স্কুল থেকে বেরোনোর সময় জুতো জোড়ায় প্রনাম করে বাড়ি ফেরেন।

আরও পড়ুন :  প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা বাংলাদেশের

এই প্রথা একদিনের নয়। শ্যামলবাবু বলেন,আমার সাথে প্রনব বাবুর সম্পর্ক ১৯৮৭ সাল থেকে। দীর্ঘ কয়েকবছর আগে আমার স্কুলের উদ্বোধন করতে এসেছিলেন তিনি। তখনই তাঁর কাছ থেকে জুতো জোড়া চেয়ে নি। তারপর থেকে রোজ তাতে প্রনাম করেই কাজ শুরু করি। এটাই আমার জীবনের অনুপ্রেরণা ” রায়গঞ্জে অবস্থিত শ্যামলবাবুর দুর্গাপুর পাবলিক স্কুলের চীফ প্যাট্রন ছিলেন প্রনব বাবু। চীফ প্যাট্রন হিসাবে প্রনব বাবুর স্বাক্ষর আজো টাঙানো রয়েছে স্কুলের অফিস ঘরে। ১৯৮৭ সাল থেকেই প্রনব বাবুর সাথে যোগাযোগ গড়ে ওঠে শ্যামল বাবুর। তিনি বলেন,” প্রতিবার তাঁর পরিবারিক দুর্গাপূজায় যেতাম আমি। পুজোতে অনেক দ্বায়িত্ব ছিলো আমার উপর। যেকোনো কাজে তাঁকে ফোন করলে দ্রুত সেই কাজ করে দিতেন। আজ দ্বিতীয় বার পিতৃহারা হলাম। তবে প্রনববাবুর দেখানো পথেই সারাজীবন চলবো। ” প্রনব বাবুর স্মৃতি তে এবছর দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিলির ও উদ্যোগ নিয়েছেন শ্যামল বাবু।

আরও পড়ুন :  রায়গঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন

Next Post

করোনা আবহে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান

Tue Sep 1 , 2020
নিউজ ডেস্ক : করোনা সংক্রমনের আবহে এখনই রাজ্যে খুলছে না কোন শিক্ষা প্রতিষ্ঠান। ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নিষেধাজ্ঞা বলবৎ থাকছে যে কোন ধরনের জমায়েতের উপর। তবে কনটেনমেন্ট জোনের বাইরে কিছু ক্ষেত্রে নতুন করে ছাড় দেওয়া হয়েছে […]

আপনার পছন্দের সংবাদ