আরসিটিভি সংবাদ : চারিদিকে চলছে তীব্র তাপপ্রবাহ। অত্যাধিক দহনে পুড়ছে গোটা বাংলা। গরমে নাজেহাল সাধারন মানুষ। সকাল ৯ টা থেকেই রোদের তেজ যথেষ্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা আরও তীব্র আকার ধারন করছে। দুপুরের দিকে রাস্তা ঘাট প্রায় জনশূন্য হয়ে পরছে। এই পরিস্থিতিতে দূর্ভোগের শিকার স্কুল কলেজের পড়ুয়ারা। প্রবল গরমে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে যেমন সমস্যা সমস্যা তৈরী হচ্ছে অন্যদিকে তেমনই গরমের মধ্য স্কুলে পঠনপাঠনের সময়ে হাঁসফাঁস অবস্থা পড়ুয়াদের।
আরও পড়ুন –শুটিংয়ে জাতীয়স্তরে সাফল্য
পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহের জন্য আগাম ছুটি ঘোষণা করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। রবিবার এই ছুটির কথা ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রসঙ্গতঃ রাজ্যে প্রাথমিক স্কুল গুলির ক্ষেত্রে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল ১৫ই মে থেকে। এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলির ছুটির ক্ষেত্রে দিন ধার্য হয়েছিল ২৪ তারিখ। যদিও প্রবল গরমের জন্য সেই ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছিল। কদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি নিয়ে নির্দেশিকা জারি করা হয়।
আরও পড়ুন – নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা
যেখানে বলা হয় ১৫ ও ২৪ এর পরিবর্তে ২ রা মে থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শুরু হবে গরমের ছুটি। এরই মধ্যে উষ্ণতা ক্রমবর্ধমান পারদে পরিস্থিতি আরও জটিল হতে থাকে। সেদিকে তাকিয়ে সোমবার থেকে শনিবার পর্যন্ত এক সপ্তাহ সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশিকা জারি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যার জেরে পড়ুয়ারা কিছুটা হলেও স্বস্তি পাবে মনে করা হচ্ছে।