২৫ বছর পূর্তি শাহরুখ ও কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙে

নিউজ ডেস্ক , ২০ অক্টোবর :  শাহরুখ ও কাজল অভিনীত এই সুপারহিট হিন্দি ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালের ২০শে অক্টোবর ৷ দেখতে দেখতে ২৫ বছরে পা দিল এই মেগা ছবিটি৷  জানা গেছে এই হিন্দি ছবি দেশে ₹১.০৬ বিলিয়ন এবং বিদেশে ₹১৬০ মিলিয়ন আয় করে সেই বছরে বলিউডের সর্বোচ্চ আয়কারী হিটছবির মর্যাদা পায়।

যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড। মিলেছে অসংখ্য পুরষ্কার। শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ ১০ টি বিভাগে ফিল্ম ফেয়ার পুরষ্কার ছিনিয়ে আনে আদিত্য চোপড়ার এই হিট ছবি। ১৯৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় এই ছবির সমস্ত গান আজও তরুণ প্রজন্মের ঘরে বাজতে শোনা যায়৷। পরিচালক আদিত্য চোপড়া এই ছবির জন্য বেছে নিয়েছিলেন তখনকার উঠতি নায়ক শাহরুখ খান ও অভিনেত্রী হিসেবে কাজলকে। পরিচালককে নিরাশ করেন নি এই দুই তারকা। অসাধারণ অভিনয় ও গান গল্পে ভরপুর রোমাঞ্চকর এই ছবিটি দর্শকদের বিচারে শ্রেষ্ঠ পুরষ্কার পায় বলিউডে৷ ছবির শেষের দিকে রাজ আর সিমরণের ট্রেনের সেই দৃশ্য আজও সুপার হিট।

Next Post

তিরুপতি মন্দিরের আদলে প্রস্তুত করা হচ্ছে পুজো মণ্ডপ, এছাড়াও রয়েছে বিশেষ চমক

Tue Oct 20 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২০ অক্টোবর  :  কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার। অন্যান্য বছর রথযাত্রার পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে শুরূ হয়ে যায় বাঙালির দুর্গাপূজার প্রস্তুতি। ব্যস্ততা চরমে ওঠে পুজো উদ্যোক্তাদের। কিন্তু করোনার থাবায় এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই […]

আপনার পছন্দের সংবাদ