নিউজ ডেস্ক , ২০ অক্টোবর : তামিলনাড়ুর চলচ্চিত্র ব্যক্তিত্ব ও রাজনীতিবিদদের একাংশের ক্ষোভের মুখে পরে অবশেষে শ্রীলঙ্কার ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন অভিনেতা বিজয় সেতুপতি।
“৮০০” শীর্ষক ছবির মোশন পোস্টার মুক্তি পেয়েছিলো সম্প্রতি। সিনেমা তৈরির খবর ছড়িয়ে পরতেই মুরালিধরনের চরিত্রে বিজয় সেতুপতির অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছিলো। সিভিল ওয়ারে শ্রীলঙ্কান সরকারের ভূমিকায় ক্ষুব্ধ জনগণ ইতিমধ্যেই এই বিষয়ে বিজয় সেতুপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। যদিও তামিল বংশোদ্ভূত মুত্তিয়া মুরালিধরন নিজেই বহুবার বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি কখনোই কারোর প্রতি অসম্মানজনক আচরণ করেননি। যদিও তামিলনাড়ুতে ভরতিরাজ, আমির, থমরাই প্রমুখ চলচ্চিত্র ব্যক্তিত্ব এমনকি রাজ্যের প্রতিমন্ত্রী কাদম্বুর সি রাজুও বিবৃতি দিয়ে, তামিল এর জনসাধারণের অনুভূতিকে মর্যাদা দিয়ে ওই প্রজেক্ট থেকে সরে আসার জন্য অনুরোধ করে বিজয় সেতুপতিকে। শুধু তাই নয়, এই চলচিত্রে অভিনয় করার জন্য নানা ধরনের অশ্লীল কথার পাশাপাশি নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকির ফোনও আসছিলো কিছু দুষ্কৃতিদের কাছ থেকে । সোমবার মুরালিধরন একটি বিবৃতি জারি করে সেতুপতিকে এই প্রকল্প থেকে সরে আসতে অনুরোধ করেন। ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিটি শেয়ার করেছেন বিজয় সেতুপতিও। যদিও তাকে মুরলিধরনের ভূমিকায় না দেখতে পেয়ে হতাশায় বিজয় সেতুপতির গুণমুগ্ধরা।