নিউজ ডেস্ক , ১৯ অক্টোবর : ভারতে করোনা ছড়িয়ে পড়তেই রোগীদের সুস্থ করে তুলতে সবকিছু ভুলে ঝাপিয়ে পড়েছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গত কয়েকমাস ধরে দিন রাত ধরে রোগীদের জন্য কাজ করে চলেছেন তারা। সুস্থ চিকিৎসা নয় মানসিকভাবে তাদের চাঙ্গা করে তুলতে এগিয়ে এসেছেন তারা।
কোভিড ওয়ার্ডে চিকিৎসক কিংবা নার্সদের নাচ অথবা গান করার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল পিপিই কিট পড়ে অসমের এক চিকিৎসকের নাচ।ঋত্বিক রোশনের ‘ওয়ার’ সিনেমার ঘুংরু গানে নেচেছিলেন ওই চিকিৎসক। এবারে তার কাছ থেকে নাচ শিখতে চাইলেন খোদ ঋত্বিক। সোমবার ট্যুইটে তার ভিডিয়ো শেয়ার করে ভূয়সী প্রশংসা করেন ঋত্বিক। উল্লেখ্য ২০১৯ সালে ঋত্বিক রোশন ও বাণি কাপুর অভিনীত ওয়ার সিনেমায় ঘুংরু তাদের নাচ বিপুল জনপ্রিয়তা পায়। পিপিই কিট পড়ে সেই গানে নাচে কম যাননি অরুপ সেনাপতি নামে ওই চিকিৎসকও।অসমের শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক অরুপ সেনাপতি। বিষয়টি নজরে আসতেই এদিন তার প্রশংসা করে ট্যুইট করেন ঋত্বিক। অন্যদিকে নিজের আইডলের ট্যুইট দেখে আপ্লুত ভক্তও। করেছেন পাল্টা ট্যুইটও
https://twitter.com/iHrithik/status/1318093386692186112?s=20
https://youtu.be/VyT0ww441_8