নিউজ ডেস্ক, ১০ সেপ্টেম্বর : চিনের সঙ্গে ভারতের সংঘাতের আবহের কারণে দীর্ঘদিন ধরেই আধুনিকমানের উন্নত যুদ্ধবিমান দাবি করে আসছিল ভারতের বায়ু সেনা। যা দিয়ে চিনের জে ২০ -র সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দেওয়া যায়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার “অভিষেক” হল রাফালের৷ কিন্তু রাফাল কেন এত প্রয়োজন ছিল? কী বিশেষত্ব রয়েছে রাফালের? আসুন জেনে নিই…
১. রাফাল যুদ্ধ বিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম
২. রাফালের বহন ক্ষমতা ৯ হাজার ৫০০ কেজি।
৩. রাফালের গতিবেগ প্রতি ঘন্টায় ২ হাজার ২২২ কিলোমিটার
৪. ৫০ হাজার ফিট উচ্চতায় উঠতে সক্ষম রাফাল
৫. প্রতি মিনিটে ২ হাজার ৫০০ গোলাবর্ষণ করতে পারে রাফাল
৬. রাফালের অস্ত্র ভাণ্ডারের ক্ষমতা নেক্সটর ৩০ এম ৭৯১৩০ ইন্টারনাল কামান
৭. রাফালের ক্ষেপনাস্ত্রর ক্ষমতা মাইকা, স্কাল্প ও এ এম ৩৯ এক্সোসেট