নিউজ ডেস্ক , ১০ই সেপ্টেম্বর : সব কিছু ঠিকঠাক চললে আর কিছু দিন বাদেই বিহার বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। আর এই ভোটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন ঐশ্বর্য রাই (aishwarya rai )!! অর্থাৎ তেজ প্রতাপের বিরুদ্ধে লড়বেন স্ত্রী ঐশ্বর্য।এমনই ইঙ্গিত দিয়েছেন লালুর ছেলে তেজ প্রতাপের স্ত্রী ঐশ্বর্য রাইয়ের বাবা চন্দ্রিকা রাই। বর্তমানে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তেজ প্রতাপের। সম্প্রতি লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল ছেড়ে নীতীশ কুমারের রাষ্ট্রীয় জনতা দলে যোগ দিয়েছেন চন্দ্রিকা রাই।
চন্দ্রিকা রাই জানান, যে তাঁর কন্যা শিগগিরই সংবাদমাধ্যমে তাঁর রাজনৈতিক পরিকল্পনার কথা জানাবেন। বৈশালির মহুয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধি লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ। তবে এবার মহুয়া থেকে জেতার সম্ভাবনা খুব একটা নেই তেজ প্রতাপের বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই কারণে নিরাপদ আসনের খোঁজে সমস্তিপুর জেলার হাসনাপুর কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন তেজ প্রতাপ।