বালুরঘাটের বিশিষ্ট চিকিৎসকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ২২ নভেম্বর :    প্রয়াত হলেন বালুরঘাটের বিশিষ্ট চিকিৎসক রামেন্দু ঘোষ৷ শনিবার রাত দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ ডা: রামেন্দু ঘোষ বালুরঘাট জেলা হাসপাতালের দন্ত চিকিৎসক ছিলেন।

চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রেখে ছিলেন তিনি। কিছুদিন আগে তিনি করোনা আক্রান্ত হ‌য়েছিলেন। কিন্তু সুস্থ হলেও তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সেই রোগের চিকিৎসা চলছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার রাত দেড়টা নাগাদ তার মৃত্যু হয়। তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে।

Next Post

রায়গঞ্জে পালিত হল ঐতিহ্যবাহী গোষ্ঠলীলা উৎসব

Sun Nov 22 , 2020
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ২২ নভেম্বর :     প্রতিবছরের মতো এবারেও পালিত হল রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠলীলা উৎসব৷ এই উৎসবের প্রচলন করেছিলেন প্রয়াত পণ্ডিত গোপাল চন্দ্র মণ্ডল। প্রতিবছর ছট পুজোরের পরদিন এই গোষ্ঠলীলা উৎসব আয়োজিত হয়। এবছর ৯৪ তম বর্ষে পড়ল গোষ্ঠলীলা উৎসব। রবিবার দুপুরে রায়গঞ্জের বন্দরের গোপাল বান্ধব পাঠশালা চত্বর থেকে […]

আপনার পছন্দের সংবাদ