নিজস্ব সংবাদদাতা, ২২ নভেম্বর : প্রয়াত হলেন বালুরঘাটের বিশিষ্ট চিকিৎসক রামেন্দু ঘোষ৷ শনিবার রাত দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ ডা: রামেন্দু ঘোষ বালুরঘাট জেলা হাসপাতালের দন্ত চিকিৎসক ছিলেন।
চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিজেকে যুক্ত রেখে ছিলেন তিনি। কিছুদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সুস্থ হলেও তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সেই রোগের চিকিৎসা চলছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার রাত দেড়টা নাগাদ তার মৃত্যু হয়। তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে।