
ডালখোলা, ১৯ জুন : উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরজুড়ে গড়ে উঠেছে একাধিক জালমদ তৈরীর কারখানা। এর ফলে ক্ষোভ ছড়িয়েছে ডালখোলা শহরের সাধারণ মানুষের মধ্যে। উল্লেখ্য, মোটা অঙ্কের টাকার লোভে ডালখোলা থেকে পার্শ্ববর্তী রাজ্য বিহার বা জেলার অন্যান্য প্রান্তে পাচার করার সময় বেশ কিছু জালমদ সমেত গাড়ি আটক করেছে ডালখোলা থানার পুলিশ।
ডালখোলা পৌরসভার বিভিন্ন এলাকায় হানা দিয়ে জাল মদ এবং মদ তৈরির নানারকম সরঞ্জামও বাজেয়াপ্ত করেছেন পুলিশকর্মীরা। ইতিমধ্যেই এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, ডালখোলা শহরের বিভিন্ন অলিতে গলিতে কিছু অসাধু মানুষেরা বিভিন্ন নামিদামি কোম্পানির জাল ছিপি, লেবেল, বোতল এসবের মধ্যে অবৈজ্ঞানিক উপায়ে মদ তৈরি করছেন। এরফলে এই জাল মদ খেয়ে মৃত্যু পর্যন্ত হচ্ছে অনেকের। অবিলম্বে এলাকায় জালমদ তৈরীর কারবারিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এ বিষয়ে ডালখোলা পৌরসভার পৌর প্রশাসক সুভাষ গোস্বামী বলেন, প্রতিবেশী রাজ্য বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে জাল মদ তৈরির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে এলাকায়। বিভিন্ন সময় পুলিশ তল্লাশি চালিয়ে জাল মদ এবং মদ তৈরির নানারকম সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন। পুলিশ প্রশাসনকে এই চক্রের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি। অপরদিকে এই জালমদ কারবারিদের দৌরাত্ম্য রুখতে পুলিশ প্রশাসনের কাছে কঠোরতম পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন ডালখোলার বাম এবং বিজেপি নেতৃত্ব।
