করোনা জয়ীদের প্লাজমা দানে উৎসাহী করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন ডালখোলায়

করোনা জয়ীদের প্লাজমা দানে উৎসাহী করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন ডালখোলায়

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ২৫ অক্টোবর :  প্লাজমা থেরাপি পদ্ধতিতে করোনা রোগীকে সুস্থ করা সম্ভব। এই পদ্ধতিতে প্রয়োজন করোনা জয়ী মানুষদের প্লাজমা। প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠে। সেকারণে জেলার বিভিন্ন প্রান্তে করোনা জয়ী মানুষদের প্লাজমা দানের পদ্ধতি রয়েছে।

তারপর সেই প্লাজমা স্বাস্থ্যবিধি মেনে করোনা রোগীদের প্লাজমা থেরাপি প্রয়োগ করা হবে। সেকারণে করোনায় সুস্থদের প্লাজমা দান নিয়ে উৎসাহী করতে শনিবার সন্ধ্যায় অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের ডালখোলা শাখার উদ্যোগে ডালখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন অস্থায়ী মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা ট্রাফিক ওসি দিবেন্দ্যু দাস, সংগঠনের সভাপতি হরিশ চন্দ্র বৈদ, সম্পাদক নবীন বৈদ, মারওয়ারী যুবা মঞ্চের ডালখোলা শাখার সভাপতি দুর্গা প্রসাদ জৈন সহ প্রমুখ। পাশাপাশি এদিনের এই অস্থায়ী মঞ্চ থেকে জনসাধারণের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি পুজোয় দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়।

Next Post

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার রায়গঞ্জে

Sun Oct 25 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৫ অক্টোবর : রায়গঞ্জের মিলন পাড়া এলাকা থেকে একটি হলুদ রংয়ের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল রায়গঞ্জ পিপলস ফর অ্যানিম্যালের সদস্যরা। সংগঠনের পক্ষে অজয় সাহা বলেন,রায়গঞ্জের মিলন পাড়ার একটি বাড়িতে ওই কচ্ছপটি রাতের অন্ধকারে নর্দমার জল দিয়ে বাড়িতে প্রবেশ করলে বাড়ির লোকেরা আমাদের খবর দেন। […]

আপনার পছন্দের সংবাদ