নিউজ ডেস্ক, রায়গঞ্জ : মঙ্গলবার অর্থাৎ ১৮ -ই আগস্ট পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩২৭.। মঙ্গলবার পুর এলাকায় ৪ জনের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা।
২৫ নম্বর ওয়ার্ডে -০১জন।(স্বাস্থ কর্মী)
২৪ নম্বর ওয়ার্ডে -০১জন
২২নম্বর ওয়ার্ডে ০১ জন।
৮ নম্বর ওয়ার্ডে ০১ জন।
উল্লেখ্য রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৩৭. ১৭-ই আগস্টের বুলেটিন অনুযায়ী নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা সংখ্যা ৪৮।