নিউজ ডেস্ক, রায়গঞ্জ : করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরী হয়েছে কিনা, তা নির্ণয় করতে বিশেষ শিবির অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। বুধবার ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এবং বেসরকারি সংস্থা থাইরো কেয়ার এর সহযোগিতায় করোনা অ্যান্টিবডি টেস্টের শিবির কর্মসূচি অনুষ্ঠিত হলো রায়গঞ্জ ইনস্টিটিউট হলে। প্রথমদিনে ১০০ জনের পরীক্ষা করা হয়েছে। বাইরে এই টেস্ট করানোর খরচ অনেক। কিন্তু এদিনের শিবিরে মাত্র ৫০০ টাকার বিনিময়ে এই টেস্ট করানো হয়। সংগঠন নেতৃত্বের দাবী এই টেস্টের ফলে সাধারন মানুষ একদিকে যেমন নিশ্চিত হতে পারবেন অন্যদিকে করোনা নিয়ে ভয় কাটানো সম্ভব হবে। আগামীতেও এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কার্তিক দাস, প্রানেশ সরকার, বিপুল মৈত্র সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
আপনার পছন্দের সংবাদ
-
9 months ago
শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য
-
4 years ago
করোনায় আক্রান্ত কালিয়াগঞ্জের বিধায়ক
-
2 years ago
সারারাত অন্ধকারে উড়লো জাতীয় পতাকা এলাকায় শোরগোল