নিউজ ডেস্ক , ২৫ নভেম্বর : এবার করোনায় আক্রান্ত হলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। মঙ্গলবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় কলকাতা বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে। হাই সুগার-সহ একাধিক কো-মর্বিডিটি (Comorbidity) থাকায় চিন্তিত চিকিৎসকরা।
কংগ্রেসের নেতা তথা চাঁপদানির বিধায়ক আব্দুল মান্নান কিছুদিন আগে গিয়েছিলেন দার্জিলিংয়ে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও তিনি দেখা করেছিলেন। সেখান থেকে ফিরে আসার পর ফুসফুসে সমস্যা দেখা দেয়। এরপরই শারীরিক পরীক্ষার সঙ্গে করোনা পরীক্ষাও হয় তাঁর। মঙ্গলবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর কলকাতা বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে। তবে বুধবার সকালে তাঁর সিটি স্ক্যান হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ফুসফুসে সংক্রমণ ছাড়াও রক্তে শর্করা বেশি রয়েছে। বর্তমানে আব্দুল মান্নানের শারীরিক অবস্থা স্থিতিশীল। বিরোধী দলনেতার এই অসুস্থতার খবরে দ্রুত আরোগ্য কামনা করেছেন দলীয় নেতা কর্মীরা৷