নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশ্ববন্দিত কোরিয়ান চিত্রপরিচালক কিম কি দুক-এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। লাটভিয়ার হাসপাতালে মৃত্যু হয়েছে কিমের। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সম্প্রতি লাটভিয়ায় তিনি একটি বাড়ি কেনার জন্য গিয়েছিলেন। সেখানেই করোনা আক্রান্ত হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার মৃত্যু হয় তাঁর।
তম ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড জয় করেছিলেন। এছাড়া বারলিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হন তিনি। প্রসঙ্গত, কলকাতা চলচ্চিত্র উৎসবেও কিম কি দুকের ছবি এক বিশেষ আকর্ষণ। প্রতি বছরই চলচ্চিত্রপ্রেমীরা এই বিশ্ববিখ্যাত পরিচালকের ছবি দেখার জন্য ভিড় করেন। এছাড়া বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হন তিনি। কলকাতার সিনেপ্রেমী মানুষদের কাছে কিম কি দুক এক পরিচিত নাম ৷ কলকাতা চলচ্চিত্র উৎসবেও বহুবার তাঁর ছবি দেখা হয়েছে এবং প্রতিবারই তাঁর ছবি দেখার জন্য নন্দনে ভিড় উপচে পড়েছে ৷ বিশ্ব সিনেমা প্রেমী মানুষের কাছে সত্যিই এক শোকের বার্তা নিয়ে আসল কিম কি দুকের মৃত্যুর খবর ৷