নিউজ ডেস্ক , ২৫ নভেম্বর : দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর অবশেষে দর্শনার্থীদের জন্য খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। আগামী মাসের তৃতীয় সপ্তাহে সুরক্ষাবিধি মেনে মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলার পরিকল্পনা রয়েছে মন্দির কর্তৃপক্ষের। মন্দির খোলা নিয়ে কিছুদিন আগে ওড়িশার বিধানসভায় আবেদন জানান বিজেপি ও কংগ্রেস বিধায়করা।
বিজেপি প্রধান মোহন মাঝি জানান, “করোনা আবহেও মহারাষ্ট্র সরকার যদি মন্দির ও প্রার্থনার জায়গা খুলতে পারে তবে ওড়িশা সরকার কেন পুরীর শ্রী জগন্নাথ মন্দির খোলার অনুমতি দিচ্ছেন না?” অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে চিফ-হুইপ তারাপ্রসাদ বাহিনীপতি জানান, “এতদিন ধরে মন্দির বন্ধ থাকার ফলে হাজার হাজার সেবায়েতদের জীবনে প্রভাব পড়ছে। তাই সরকারের কাছে মন্দির খোলার আরজি জানাচ্ছি”। কার্তিক মাসের পরে মন্দির খোলার প্রস্তাব পাঠানো হয়েছে মন্দিরের পরিচালন সমিতির তরফে। তবে কার্তিক মাসের শেষদিন ৩০ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সুপারিশ করেছেন অধিকাংশ মানুষ এবং সংস্থা। তাই ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে মন্দিরের দরজা খোলার জন্য সুপারিশ করেছে পরিচালন সমিতি।উল্লেখ্য, করোনা আবহে সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসে সাধারণ মানুষের জন্য পুরীর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার নিত্যসেবা করেন নির্বাচিত কিছু সেবায়েত। তাঁরা বাদ দিয়ে মন্দির চত্বরে আর কারও প্রবেশের অনুমতী নেই। মন্দির কমিটির তরফে জানানো হয়, ডিসেম্বরে মন্দিরের দরজা খোলা হলেও মানতে হবে কড়া সুরক্ষাবিধি। দর্শনার্থীরা যাতে নির্দিষ্ট দূরত্ব ও সরকারি বিধিনিষেধ মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করতে পারেন, সেই দিকে নজর রাখা হবে। নিয়মের অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।