নিউজ ডেস্ক , ০৪ ডিসেম্বর : বিজ্ঞানিরা সবুজ সংকেত দিলেই করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে। শুক্রবার সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকের পর এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই সরকারের হাতে করোনা প্রতিষেধক চলে আসবে আশা করা যায়৷ ফলে বিজ্ঞানীরা অনুমতি দিলেই তার প্রয়োগ শুরু হয়ে যাবে।
সর্বপ্রথম যারা এই মহামারীর বিরুদ্ধে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন সেই করোনা যোদ্ধা ছাড়াও বয়স্ক মানুষ এবং যাদের অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে তারা পকরোনা প্রতিষেধক পাবেন। উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী করোনা প্রতিষেধক সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি অর্থাৎ কবে নাগাদ করোনা ভ্যাকসিন সরকারের হাতে আসবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তিনটি করোনা প্রতিষেধক তৈরির সংস্থার অফিস এবং ল্যাবরেটরি পরিদর্শনে যান। এদিন সর্বদলীয় ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরকারের হাতে করোনা প্রতিষেধক চলে আসবে। ভারচুয়াল বৈঠকে কংগ্রেসের তরফে বৈঠকে হাজির ছিলেন গুলাম নবি আজাদ এবং অধীর চৌধুরী, তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি আর বালু, জেডিএসের এইচ ডি দেবেগৌড়া। সব দলের প্রতিনিধিরা বৈঠকে বলার সুযোগ না পেলেও প্রধানমন্ত্রী প্রত্যেককে নিজেদের বক্তব্য লিখিত আকারে পেশ করতে অনুরোধ করেন। তাঁদের পরামর্শকেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে এদিন জানান প্রধানমন্ত্রী।