নিউজ ডেস্ক : রাতে ডিউটি করে বাড়ি যাওয়ার পথে বিএসএফের হাতে আক্রান্ত হলেন ৪ জন সিভিক ভলান্টিয়ার সহ একজন গ্রাম পঞ্চায়েত সদস্য। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানা ভারত-বাংলাদেশ সীমান্তের কেদাড়িপাড়া বিওপির অন্তর্গত বিজল এলাকায়। আহতদের বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে৷ এঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে হবিবপুর থানা কেদাড়ি পাড়া বিওপির অন্তর্গত বিজল এলাকায় দুই সিভিক ভলান্টিয়ার ডিউটি করে রাতে বাড়ি যাচ্ছিলেন। তাদের বাড়ি দালা এলাকায়। সীমান্ত এলাকা দিয়ে বাড়ি যাওয়ার সময় কর্তব্যরত বিএসএফ জওয়ান সহ কেদাড়িপাড়া বিওপির কোম্পানী কমাড্যান্ট দলজিৎ সিং তাদের পথ আটকায়। লাঠি দিয়ে তারা তাদের বেধড়ক মারধর বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে আরও দুই সিভিক ভলান্টিয়ার ও এক পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করে। বিএসএফ জওয়ান সকলেই মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি আক্রান্তদের।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি। ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জী জানিয়েছেন এবিষয়ে বিওপির কোম্পানি কমান্ডার সহ ৫ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও এঘটনায় বিএসএফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।