নিজস্ব সংবাদদাতা : গোপনসুত্রে খবর পেয়ে ডালখোলা থানার ভূষামনিতে নকল মদের কারবার নষ্ট করলো উত্তর দিনাজপুর জেলা আবগারি দপ্তরের কর্মীরা। মাটি খুরে উদ্ধার ৪ হাজার লিটার কাঁচা স্প্রীট, ৮১ কার্টুন নকল বিলিতি মদ। মঙ্গলবার দুপুরে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডালখোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভূষামনিতে বাইপাশ সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালায় আবগারি দপ্তরের কর্মীরা।
উদ্ধার হয় ৭০০ লিটার অর্থাৎ ৮১ কার্টুন নকল বিলিতি মদ। এছাড়াও টিনের চালার ঘরের মধ্যে মাটি খুঁড়ে রাখা ছিল ১০ ড্রাম কাচা স্পিরিট। । এছাড়াও বেশ কয়েকটি ড্রাম বাড়ির অদূরে মাঠের মধ্যে পুতে রেখেছিল কারবারিরা।এদিন বেলা দুটা থেকে পাচটা পর্য্যন্ত প্রায় তিন ঘন্টা অভিযান চালায় আবগারি দপ্তরের কর্মীরা।ভুষামনির যে ঘর থেকে নকল মদের রমরমা কারবার চলছিল সেই জায়গার মালিক প্রভাষ বিশ্বাস বলে জনৈক ব্যক্তি।
আবগারি দপ্তরসুত্রে জানা গিয়েছে, ৭০০ লিটার ভেজাল মদ সহ ৪০০০ লিটার কাচা স্পিরিট উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভন হয়নি। মুঠাপুর ব্রিজ থেকে অভিযানস্থলে যাওয়ার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুস্কৃতিরা। তবে কিছু নথিপত্র মিলেছে বলে জানা গিয়েছে দপ্তরসুত্রে।