নিউজ ডেস্ক , ১০ আগস্ট : আর কাগজে কলমে নথিভুক্তকরণ নয়, এবারে ডিজিটাল করা হবে আদমসুমারির পদ্ধতি। মঙ্গলবার সংসদে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২১ সালে ১৬ তম আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল। এতদিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংখ্যার গণনা করা হত। আর সেই তথ্য নথিভুক্ত করা হল কাগজে কলমে।
তবে এবারে সেই নিয়মে সম্পূর্ণ বদল আনতে চলেছে কেন্দ্র সরকার।এবার থেকে জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের কাছে থাকবে স্মার্টফোন বা ট্যাব। আর তারা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে নথিভুক্ত করা হবে ডিজিটাল উপায়ে। আদমসুমারি সম্পর্কিত একটি মোবাইল অ্যাপও চালু করা হবে। সেই অ্যাপের মাধ্যমেই তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া আদমসুমারি বিষয়ক একটি পোর্টাল থাকবে, যার মাধ্যমে লোকগণনা সংক্রান্ত যাবতীয় কাজের উপর নজরদারি চালানো হবে।উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন যে, ২০২১-এর আদমসুমারি আর কাগজে-কলমে হবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজ হবে, যা বস্তুত দেশকে ডিজিটাল করে তোলার আরও একটা নতুন ধাপ।