ফের উদ্ধার ব্রাউন সুগার, ধৃতদের তোলা হল আদালতে

ডালখোলা, ১৩ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডালখোলা রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ধৃতদের শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে ডালখোলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলো খায়েদ আলম, নাদিম সরোবর। তারা ডালখোলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এবং ডালখোলা থানার সূর্যাপুরের পশ্চিমপালি এলাকার বাসিন্দা এবং ওপর এক ধৃত ফাইজুল আনসারী। সে বিহারের কিশানগঞ্জ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় ডালখোলা রেলগেট সংলগ্ন এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালান পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ কুড়ি হাজার টাকা এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃত ৩ জনকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। যদিও এই পাচার চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Next Post

শ্যুটআউটের ঘটনায় উত্তেজনা। খুন তৃণমূল নেতা

Sat Aug 14 , 2021
নিউজ ডেস্ক, ১৪ আগস্ট : শুক্রবার গভীর রাতে শ্যুটআউটের ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগণার খড়দহে। দুস্কৃতিদের ছোড়া গুলিতে খুন হলেন ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক রণজয় শ্রীবাস্তব। জানা যায়, শুক্রবার রাতে নিজের গাড়ীতে বাড়ী ফিরছিলেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের হিন্দি সংগঠনের নেতা রণজয় শ্রীবাস্তব। সাথে ছিলেন তাঁর আরোও […]

আপনার পছন্দের সংবাদ