ডালখোলা, ১৩ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডালখোলা রেলগেট সংলগ্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও। ধৃতদের শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে ডালখোলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলো খায়েদ আলম, নাদিম সরোবর। তারা ডালখোলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এবং ডালখোলা থানার সূর্যাপুরের পশ্চিমপালি এলাকার বাসিন্দা এবং ওপর এক ধৃত ফাইজুল আনসারী। সে বিহারের কিশানগঞ্জ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় ডালখোলা রেলগেট সংলগ্ন এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালান পুলিশকর্মীরা। তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ কুড়ি হাজার টাকা এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃত ৩ জনকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। যদিও এই পাচার চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।