ইটাহার, ৯ আগস্ট : আর্থিক প্রতারণার স্বীকার হয়ে বিধায়কের দ্বারস্থ হলেন ক্ষতিগ্রস্তরা। সোমবার সেই মর্মে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের কাছে লিখিত অভিযোগ জানান তারা।
উল্লেখ্য, ইটাহার থানার অন্তর্গত গুলন্দর এক অঞ্চলের হাটগাছি এলাকার পোষ্ট অফিসে এলাকার সাধারণ মানুষ তাদের সেভিন্স অ্যাকাউন্ট খুলে সেখানে তাদের কষ্টের আয়ের টাকা জমা করেছিলেন। কিন্তু পোষ্ট অফিসের কর্মী রোজিনা পারভিন ও তার স্বামী মিজানুর রহমান প্রায় ১৩৫ জন গ্রাহকের সব টাকা আত্মসাৎ করে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ করেন গ্রাহকেরা।গ্রাহকদের অভিযোগ, রোজিনা পারভিন ও তার স্বামী গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে জমা না করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করে। গত বছর সেপ্টেম্বর মাসে পোস্ট অফিসে টাকা তুলতে গিয়ে বিষয়টি নজরে আসে গ্রাহকদের। যদিও ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দেন দুই অভিযুক্ত। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা সহ পোস্ট অফিসের বিভিন্ন শাখায় লিখিত ভাবে অভিযোগ জানিয়ে কোনো লাভ না হওয়ায় সোমবার ইটাহারের বিধায়কের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। টাকা ফেরত চেয়ে ও দোষীদের গ্রেফতারের দাবীতে বিধায়কের কাছে লিখিত দেন তারা। যদিও বিধায়ক মোশাররফ হোসেন তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এদিন।
আরও খবর পড়ুন : বিদ্যুৎ দফতরে আইন অমান্য কর্মসূচি বাম সংগঠনের