নিউজ ডেস্ক, ৩০ আগস্ট : টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের ডিসকাস F52 বিভাগে রবিবার ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের বিনোদ কুমার। কিন্তু তাঁর সেই জয় বেশিক্ষণ স্থায়ী হল না। কেড়ে নেওয়া হল এই ভারতীয় প্যারা অলিম্পিয়ানের মেডেল।
একাধিক দেশের প্রতিদ্বন্দ্বীরা বিনোদের প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারপরেই প্যারালিম্পিক্স কম্পিটিশন কমিটি বিষয়টি খতিয়ে দেখে। প্রতিযোগিতার ক্লাসিফিকেশন প্রক্রিয়া পর্যালোচনার পর্যায় রাখা হয়েছিল। এদিনই জানিয়ে দেওয়া হয় যে, বিনোদ ব্রোঞ্জ জয়ী নন! সোমবার কমিটির সিদ্ধান্ত আসতেই হৃদয়ভঙ্গ হলো বিনোদ ও ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। ১৯.৯১ মিটার ছুঁড়ে এশিয়ান রেকর্ড করেছিলেন ৪১ বছরের সেনাকর্মী বিনোদ কুমার। সেই ফলাফলটিও খারিজ হয়ে যাওয়ার কথা।এর ফলে চলতি টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ৬টি। একটি সোনা, চারটি রুপো, একটি ব্রোঞ্জ।