নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ০১ ডিসেম্বর :আগুনে পুড়ে ছারখার হল একটি বাড়ি। মঙ্গলবার সকালে এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর কলোনি এলাকায়। এঘটনায় বাড়িতে থাকা আসবাবপত্র সহ সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎই আগুন লেগে যায় দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অরুন মন্ডলের বাড়িতে।
পেশায় দিনমজুর ওই ব্যক্তি। স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়ির আসবাবপত্র সহ ঘরে মজুদ থাকা খাদ্যশস্য ও পাট পুড়ে যায়। কিভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারেনি পরিবারের সদস্যরা। সরকারি সাহায্যের দাবি করেছে ক্ষতিগ্রস্থ ওই পরিবারের সদস্যরা। অরুন মন্ডলের দাদা খগেন মন্ডল জানিয়েছেন, আগুন কিভাবে লাগলো তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছি আমরা। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই অরুণ মণ্ডলের বাড়িতে। বাড়িতে যখন আগুন লাগে তখন কেউ ছিলো না। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। ধান, গম সহ বাড়ির বিভিন্ন আসবাবপত্র পুড়ে গিয়েছে। আমরা খেটে খাওয়া মানুষ। প্রশাসনের কাছে সরকারি সাহায্যের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্থ ওই পরিবারের সদস্যরা।