নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০২ ডিসেম্বর : গ্রাহক সেবা কেন্দ্রের স্থান পরিবর্তনের দাবীতে বুধবার ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর।উল্লেখ্য দিন কয়েক আগে গ্রাহক সেবাকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবীতে পথ অবরোধ করে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের জালালপুর গ্রামের বাসিন্দারা।এরপরেই বুধবার বারোদুয়ারী এলাকায় ব্যাংকের সামনে বিক্ষোভে সামিল হয় জালালপুরবাসী।তাদের অভিযোগ, দুই বছর আগে জালালপুর গ্রামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বারদুয়ারী শাখার অধীনে একটি গ্রাহক সেবাকেন্দ্র খোলার কথা বলা হয়।সে অনুযায়ী লোকেশন কোড বের হয়।
কিন্তু গ্রাহক সেবাকেন্দ্রের স্থান জালালপুর দেওয়া থাকলেও ওটির অধিকর্তা অসীম সিংহ অবৈধভাবে সেটি বারদুয়ারী এলাকায় চালাচ্ছেন।কিন্তু ওই গ্রাম থেকে ব্যাংকের দূরত্ব প্রায় ১২-১৪ কিলোমিটার। ফলে ব্যাংকের কাজকর্ম করতে চূড়ান্ত ভুগান্তির সম্মুখীন হতে হয় গ্রামবাসীকে। ফলে জালালপুরের সেবাকেন্দ্রটি যাতে সেখানেই চলে সেই দাবীতে দিন কয়েক আগে হরিশ্চন্দ্রপুর ফতেপুরগামী সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। এমনকী ভোট বয়কটেরও ডাক দেয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা।তারিকুল ইসলাম নামে ওই গ্রামের এক বিক্ষোভকারী বলেন, ” কিছুদিন আগে রাস্তা অবরোধ করেছিলাম।কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো সারা দেয় নি।তাই আজ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। আমাদের গ্রামের সিএসপি অন্য জায়গায় চলছে আর আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি।দ্রুত সমাধান না হলে আগামী বিধানসভা ভোট বয়কট করা হবে।ভোট বয়কটের ঘোষণার পরেই নড়েচড়ে বসে শাসকদল। বুধবার ফের বারোদুয়ারী এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির সামনে বিক্ষোভ দেখায় জালালপুরবাসী।তাদের দাবিকে সমর্থন করে বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতারাও। অবিলম্বে সমস্যা সমাধান করার দাবী তোলেন গ্রামবাসীরা।এমনকী ব্যাঙ্ক কতৃপক্ষের সাথে কথা বলেন জালালপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য উজির হোসেন। তিনি বলেন,গ্রামবাসীদের দাবি যুক্তি সঙ্গত।সমাধানের জন্য ব্যাঙ্ক কতৃপক্ষের সাথেও আলোচনা করব।