নিউজ ডেস্ক, ১৫ জুলাই : সদ্য বিধানসভা নির্বাচনে বড় জয় এসেছে তৃণমূল কংগ্রেসের৷ তৃতীয়বার ক্ষমতায় এসে এখন পাখির চোখ দিল্লি। আগামী ২০২৪ লোকসভা ভোটে সেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল।
বিজেপিকে যে কায়দায় রাজ্যে কুপোকাত করা হয়েছে তাতে উজ্জীবিত তৃণমূলের নেতা কর্মীরা৷ ফলে জাতীয়স্তরের রাজনীতিতে গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল। একাধিক রাজ্যে সংগঠন মজবুত করতে তৎপর হচ্ছে ঘাসফুল শিবির। এমন পরিস্থিতিতে দিল্লি যাওয়ার পরিকল্পনা করছেন দলনেত্রী। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সংসদে বাদল অধিবেশন চলাকালীন দিল্লি সফরে যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। পাশাপাশি দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি। উল্লেখ্য এরাজ্যের পাশাপাশি রাজধানী দিল্লিতেও এবার পালিত হতে চলেছে তৃণমূলের ‘শহিদ দিবস’। ২১ জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ারই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। তার পরই দিল্লিতে রওনা দেবেন তৃণমূল নেত্রী। ২০২৪-র লোকসভা ভোটের আগে দলের বিস্তার করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷