নিউজ ডেস্ক , ২০ ডিসেম্বর : দু’দিনের সফরে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষনেতা অমিত শাহ। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তিনি পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিতেই তিনি বারবার বঙ্গ সফরে আসছেন। তবে এবারের সফর যে একেবারেই আলাদা তাঁর প্রমান পাওয়া গেল শনিবার সফরের প্রথম দিনেই।
মেদিনীপুর কলেজ মাঠে ঐতিহাসিক সভা করেন অমিত শাহ। পরদিন রবিবার সকালেই হেলিকপ্টারে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত তিনি ছিলেন বিশ্বভারতীতে। এরপর বাংলাদেশ ভবন যান তিনি। দুপুর দেড়টা নাগাদ বোলপুরের পারুলডাঙা গ্রামে এক বাউল-শিল্পীর বাড়িতে দুপুরের মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। সেখানে তিনি বাউল গানের অনুষ্ঠানেও অংশ নেন। তাঁর দুপুরের ভোজে ছিল, ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি, টমেটোর চাটনি। শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা। এরপর কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত ৮টা নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি উড়ে যাবেন অমিত শাহ।