নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর : সামনেই বড়োদিন। তার আগে রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাতেই শীতে জবুথবু অবস্থা সাধারণ মানুষের। ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট থাকায় জাতীয় সড়ক গুলিতেও ধীর গতিতে চলছে যানবাহন।
আলিপুর আবহাওয়া দপ্তর (Regional Meteorological Centre, Kolkata) সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টা বজায় থাকবে এই আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত শীতের ঝোড়ো ব্যাটিং চলবে বঙ্গে। বুধবার থেকে কিছুটা হলেও বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। যদিও তা ১৫ ডিগ্রি অতিক্রম করবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের মাঝের দিকে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৩-১৪ ডিগ্রির আশে পাশেই। বজায় থাকবে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের পর বিহার, উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারের কোনও কোনও এলাকায় চরম শৈত্যপ্রবাহের সর্তকতা। এর প্রভাবেই বাংলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই হাওয়া অফিস সূত্রের খবর। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও শীতে কাবু বৃদ্ধ ও শিশুরা।