নিউজ ডেস্ক, ২০ ডিসেম্বর : পুলিশকর্মী অমিতাভ মালিকের মৃত্যুর পর পাহাড় থেকে উধাও হয়ে গিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং৷ দীর্ঘদিন তিনি পাহাড়ে ছিলেন না। নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন।
সম্প্রতি বিজেপির বিরুদ্ধে হুংকার দিয়ে প্রকাশ্যে আসেন পাহাড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা বিমল গুরুং। মাথার ওপর একাধিক মামলা ঝুলে রইলেও তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিজেপিকে বিধানসভা নির্বাচনে পরাস্ত করা হবে বলে কলকাতায় প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারি দেন তিনি৷ এরপর কয়েকদিন আগে শিলিগুড়িতেও সভা করেন তিনি। এবার পাহাড়ে ফেরার পালা৷ পাহাড়ের রাশ, পাহাড়ের ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে বিনয় তামাং গোষ্ঠীর সাথে সংঘাত ক্রমশঃ বাড়ছে মোর্চার নেতৃত্বের। এই পরিস্থিতিতে রবিবার পাহাড়ের মোটর স্ট্যান্ডে সভা করতে চলেছেন এক সময়ের দাপুটে নেতা বিমল গুরুং। সভা উপলক্ষে শনিবার থেকে পাতেলাবাসে সাজো সাজো রব। জনসভা শুরু হবে দুপুরে। পাহাড়বাসী কতটা গুরুঙ্গকে মেনে নেয় সেটাই এখন দেখার।