নিউজ ডেস্ক, ১১ সেপ্টেম্বর : প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। মন্দিরটি নির্মাণে বিভিন্ন দিক থেকে অর্থ আসাও শুরু হয়েছে। এরই মধ্যে রাম মন্দির ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চেক জাল করে দুই দফায় ছয় লাখ টাকা চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। অযোধ্যার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক কুমার জানিয়েছেন,
সই জাল করে দু’টি চেকের মাধ্যমে প্রথমে আড়াই লাখ এবং পরে সাড়ে তিন লাখ অর্থাৎ মোট ছয় লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে। দু’বার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার পর প্রথমে বিষয়টি কারও নজরে না এলেও তৃতীয় বারে প্রকাশ্যে আসে সমস্ত ঘটনা। তৃতীয়বার প্রতারকরা ঠিক একই ভাবে সই জাল করে নকল চেকের মাধ্যমে ৯ লাখ ৮৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সন্দেহ হওয়ায় ব্যাঙ্কের পক্ষ থেকে রামমন্দির নির্মাণের জন্য গঠিত ট্রাস্টের চেয়ারম্যান চম্পত রাইকে ফোন করে গোটা বিষয়টি জানানো হয়। তখনই প্রকাশ্যে আসে সমস্ত ঘটনা৷
অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ (ছদ্মবেশ), ৪২০ (জালিয়াতি), ৪৬৭ (মূল্যবান সম্পত্তির জালিয়াতি) এবং ৪৭১ জাল চেককে আসল হিসেবে ব্যবহার) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট থানায়। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। পাশাপাশি আসল চেকের নম্বর ফাঁস হওয়ায় ব্যাঙ্কের কেউ এর সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের।
উধাও হওয়া সমস্ত টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।