নিউজ ডেস্ক, ১৪ই সেপ্টেম্বর : বলিউডে ২০২০ সাল একের পর এক দুঃসংবাদ নিয়ে আসছে। ঋষি কাপুর, ইরফান খান সহ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণের পর ফের হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ বিভিন্ন ভাষার জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অনুরাধা পাড়োয়ালের ছেলে আদিত্য পাড়োয়ালের ( Aditya Parwal ) অকাল প্রয়াণ ফের শোকসন্তপ্ত করে তুলেছে বলিউডকে।
মাত্র ৩৫ বছর বয়সে কিডনির সমস্যায় মৃত্যু হয় আদিত্য পাড়য়ালের। তার এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্যোশাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন ভারতীয় সংগীত শিল্পীরা। লিভিং লেজেন্ড লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar ) তার অনুভূতি শেয়ার করেছেন স্যোশাল মিডিয়ায়।
অফিসিয়াল টুইটারে তিনি লেখেন –
Anuradha Paudwal ji ke Bete Aditya ke swargwas ki khabar sunke mujhe bahut dukh hua.Bahut choti umr mein uska nidhan hua.Ishwar uski aatma ko shanti pradan kare.
— Lata Mangeshkar (@mangeshkarlata) September 12, 2020
শনিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় আদিত্যর। বেশ কিছুদিন থেকে কিডনির অসুস্থতায় ভুগছিলেন। একজন সংগীত ব্যবস্থাপক এবং প্রযোজক হিসেবে নাম করেছিলেন আদিত্য। ২০১৯ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত “ঠাকরে” সিনেমার জন্য গান তৈরি করেছিলেন। তার মা বিখ্যাত গায়িকা অনুরাধা পাড়োয়াল ( Anuradha Parwal )। এর পাশাপাশি নিজের পরিচয় ক্রমেই তৈরি করছেলো আদিত্য পাড়োয়াল। পরিবারে সঙ্গীতের চর্চা তাঁর জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। যদিও নিজের ক্যারিয়ার শুরুর আগেই অকালে চলে গেলেন তিনি। তাঁর এই অকাল মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে। তার এই প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন সকল সঙ্গীত শিল্পীরা-
I’m really in shock right now. An extremely talented soul has left all of us. I vividly remember I first met you in 2014 at your studio to play you my debut album. Really can’t grasp this news.
Rest in peace #AdityaPaudwal you will be dearly missed brother.. have no words 💔
— ARMAAN MALIK (@ArmaanMalik22) September 12, 2020
Very sad to hear that we have lost #AdityaPaudwal, a very young and talented musician-composer. I am deeply pained by this news and send my prayers and condolences to #AnuradhaPaudwal Ji and Kavita Paudwal Tulpule on this huge loss. May the Lord grant him peace 🙏
— Tauseef Akhtar (@tauseef_akhtar) September 12, 2020