নিউজ ডেস্ক, চাকুলিয়া, ১৩ সেপ্টেম্বর : সালিশী সভায় না আসায় ছেলের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানা তরিয়াল গ্রাম পঞ্চায়েতের গন্ডাল গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ জালিমউদ্দীন। কয়েক মাস আগে তাঁর ছেলে জক্রে আলমের সঙ্গে বিয়ে হয় স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে রুকেজা বেগমের।
মেয়ের বাড়ির লোকজন জোর পূর্বক ওই যুবকের সঙ্গে বিয়ে দিয়েছিল বলে অভিযোগ। বিয়েতে ছেলের বাড়ির লোকজনের তেমন সহমত ছিল না। এরপর বিয়ের কয়েক দিনের মাথায় ছেলেটি কাজের সূত্রে ভিন রাজ্যে চলে যায়। গন্ডগোলের সূত্রপাত, গত শুক্রবার মেয়েটি হঠাৎ বাপের বাড়ি গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানায়।
তাকে কেন্দ্র করে মেয়ের বাড়ির লোকজন গ্রামের মাতব্বরদের নিয়ে সালিশি সভা ডাকে। কিন্তু তরিয়াল গ্রাম পঞ্চায়েতর সদস্য ওই সালিশি সভাতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেওয়ায় ছেলের বাড়ির লোকজনও ওই সালিশি সভায় গরহাজির ছিল। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মেয়ের বাড়ির লোকজন গ্রামের মাতব্বরদের নিয়ে গিয়ে ছেলের বাড়িতে ব্যাপক তান্ডব চালায় বলে অভিযোগ। লাঠিসোঁটা নিয়ে হামলা চালানোর পাশাপাশি বাড়িতে তারা লুটপাট চালায় বলে অভিযোগ ৷
বেধড়ক মারে গুরুতর জখন হন ছেলের বাবা মহম্মদ জালিমউদ্দীন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছেলের বাড়ির অন্যান্য আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেফতার হয় নি। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।