নিউজ ডেস্ক , মানিকচক , ০৮ অক্টোবর : নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের শংকরটোলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে,মৃতের নাম সরোজিত মন্ডল।
স্থানীয় করমুটোলা এলাকার বাসিন্দা সরোজিত স্থানীয় হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয় কয়েকজন কিশোরদের সাথে বাড়ি থেকে কিছুটা দূরে ফুলাহার নদীতে স্নান করতে যায় সে। অবিরাম বৃষ্টিতে নদীতে জল বেশি থাকায় আচমকাই তলিয়ে যায় সরোজিত। ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে। এরপরে তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। পরে মানিকচক থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে এলাকাজুড়ে।