স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক স্কুল ছাত্রের

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক স্কুল ছাত্রের

নিউজ ডেস্ক , মানিকচক , ০৮ অক্টোবর : নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের শংকরটোলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে,মৃতের নাম সরোজিত মন্ডল।

স্থানীয় করমুটোলা এলাকার বাসিন্দা সরোজিত স্থানীয় হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয় কয়েকজন কিশোরদের সাথে বাড়ি থেকে কিছুটা দূরে ফুলাহার নদীতে স্নান করতে যায় সে। অবিরাম বৃষ্টিতে নদীতে জল বেশি থাকায় আচমকাই তলিয়ে যায় সরোজিত। ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে। এরপরে তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। পরে মানিকচক থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে এলাকাজুড়ে।

Next Post

কোমড়ে চোট, স্থানীয় যুবক ও পশুপ্রেমী সংগঠনের প্রচেষ্টায় প্রান বাঁচলো এই প্রানীটির

Thu Oct 8 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৮ অক্টোবর : রায়গঞ্জের গোয়ালপাড়া থেকে পূর্ণ বয়স্ক শেয়াল উদ্ধার করল উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস বৃহস্পতিবার একটি পূর্ণবয়স্ক শেয়াল উদ্ধার করলো পশুপ্রেমী সংগঠন উত্তরদিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস । এদিন রায়গঞ্জের গোয়াল পাড়ায় পুকুরের জলে একটি শেয়াল কে পড়ে থাকতে দেখে স্থানীয় যুবক পঙ্কজ সরকার। […]

আপনার পছন্দের সংবাদ